Home > মওদুদী ফিৎনা > নবীজি সা. কে নিয়ে মওদুদী

নবীজি সা. কে নিয়ে মওদুদী

দাওয়াতী কাজে নবীজি সা. ব্যার্থ ছিলেন।

وعظ و تلقین کی نا کامی کے بعد داعی اسلام نے ہاتھ میں تلوار لی

অর্থাৎ দাওয়াত ও নসীহতের ব্যর্থতার পর ইসলামের দিকে আহ্বানকারী (নবীজি সা.) হাতে তরবারি নিয়েছিলেন।
সূত্র: আল জিহাদ ফিল ইসলাম পৃ. ১৭৪

এক.
নবীজি সা. তাঁর দাওয়াতি কাজে ব্যার্থ ছিলেন না, বরং বিরাট সাহাবাদের রা. এক জামাআত তৈরি করেছিলেন।

দুই.
ইহুদীরা নবীজির সা. উপর এ অপবাদ লাগিয়েছিলো যে, নবীজি সা. অস্ত্রের মাধ্যমে দ্বীনের প্রসার করেছিলেন। সেই একই অপবাদ মওদুদী সাহেবও দিয়েছেন। তাহলে তফাৎ কী?

 

হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মওদুদী সাহেবের মন্তব্য:

یعنی اپنے رب سے دعا مانگو کہ جو خدمت اسنے تمہارے سپرد کی تھی اسکو انجام دینے میں تم سے جو بھول چوک یا کوتاہی بھےہویی ھو اس سے چشم پوشی اور درگزر فرماے

অর্থ: আল্লাহ তা’য়ালার নিকট কাতর কন্ঠে এই আবেদন করুন, যে কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে কিংবা তাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন।
সূত্র: তাফহীমুল কুরআন খ: ৬ পৃ: ১১০

اس طرح جب وہ کام تکمیل کو پہنچ گیا جس پر محمدؐ کو مامور کیا گیا تھا ، تو آپؐ سے ارشاد ہوتا ہے کہ اس کارنامے کو اپنا کارنامہ سمجھ کر کہیں فخر نہ کرنے لگنا۔نقص سے پاک بے عیب ذات اور کامل ذات صرف تمہارے رب کی ہے، لہذا اس کار عظیم کی انجام دہی پر اس کی تسبیح اور حمد و ثنا کرو اور اس ذات سے درخواست کرو کہ مالک اس ٢٣ سال کے زمانے خدمت میں اپنے فرائض ادا کرنے میں جو خامیاں اور کوتاہیاں مجھ سے سرز د ہوگئی ہوں، انہیں معاف فرمادے

অর্থ: এবং (হে নবী,) ঐ সত্ত্বার কাছে ফরিয়াদ করুন এটা বলে যে, এই ২৩ বছরে আল্লাহ প্রদত্ত্ব ফরজ বিধানাবলী আদায় করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি আমার থেকে প্রকাশিত হয়েছে, সেটা যেন তিনি ক্ষমা করে দেন।
সূত্র: কুরআন কি চার বুনিয়াদী ইসতেলাহী পৃ: ১০৪

Check Also

IMG 20230313 223435

দাঁড়ি নিয়ে মওদুদী সাহেবের ভ্রান্ত মন্তব্য:

  দাঁড়ি না রাখা , মুন্ডিয়ে ফেলা বা এক মুষ্ঠির কম রাখা হারাম ও কবীরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.