খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব। যদি খেজুর না থাকে,তাহলে পানি দ্বারা ইফতার করবে। কারণ হাদিস শরীফে এসেছে,
عن أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلي الله عليه. وسلم مَنْ وجدَ تمرًا فلْيُفطِرْ عليهِ ومَنْ لا فلْيُفطِرْعلى الماءِ فإنَّه طَهورٌ
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। কেননা পানি হল পবিত্র।
সূত্র: জামে সগীর হাদিস-৯০৫৫ তিরমিযী-৬৫৮ আহমাদ-১৬২৪২
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।