Home > ওয়াজ > ধর্ষণ

ধর্ষণ

যুক্তির আলোকে

…চান্দিতে চুল নাই
…সেন্টমার্টিনে বিদেশী

গত চার বছরের ধর্ষণের হিসাব।

২০১৮….
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে,
২০১৮ সালে মোট নারী ও শিশু ধর্ষণের সংখ্যা ছিল ৭৩২টি,
সূত্র: প্রথমআলো ৩ ফেব্রুয়ারী ২০২০

২০১৯….
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে,
২০১৯ সালে মোট নারী ও শিশু ধর্ষণের সংখ্যা ১ হাজার ৪১৩টি।
সূত্র: প্রথমআলো ৩ ফেব্রুয়ারী ২০২০

২০২০ সাল….
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে ২০২০ সালে ৩ হাজার ৪৪০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে।
সূত্র: ইত্তেফাক ২ জানুয়ারী ২০২১

২০২১…
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ জানিয়েছে,
২০২১ সালে মোট ৩ হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে।
সূুত্র: যুগান্তর ৩ জানুয়ারী ২০২২

যেসব বুদ্ধিজিবিদের বৃদ্ধিতে ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে, এ কথা বলা যায় ওদের মাথায় বুদ্ধি নয় পুরাটাই গাধার পায়খানা ভরা।

অনেক তো হিসাব করলেন। এবার হিসাব করুন কোন ধরণের মেয়েরা ধর্ষিতা হয়। ফলাফল পাবেন ধর্ষিতা যারা হয়, খাটি পর্দানশিন মেয়েরা নাই, সব তসলিমা নাসরিন ও পরীমনির মত ল্যাংটা নারীরা।

যেই কিতাব পড়ার কারনে মাদরাসার ছাত্রীরা ধর্ষণের স্বীকার হয় না, সেটা বিশ্বিদ্যালয়ে পড়ালে পরীমনিরা বোর্টক্লাবে কাঁদতো না।

পাহাড়ের গুহায় নিরাপদ থাকতে চারদিকের ছিদ্র বন্ধ করতে হয়। কোনো একটা খোলা থাকলে যেকোনো সময় সাপের দংশনে জিবন নাশ হতে পারে। ইসলাম সকল ছিদ্র বন্ধ করে দিয়েছে। যেমন-
১. নারীর দিকে পুরুষের দৃষ্টিপাত একটা ছিদ্র,
২. পুরুষের দিকে নারীর দৃষ্টিপাত একটি ছিদ্র,
৩. নারীর চেহারা প্রকাশ করা একটা ছিদ্র,
৪. নারীর কোমল কন্ঠ একটি ছিদ্র,
৫. নারীর বুক একটা ছিদ্র,
৬. নারীর যেকোনো সৌন্দর্য প্রকাশ একটা ছিদ্র।
৭. ব্যাভিচারের কাছেও না যাওয়া
৮. নগ্নভাবে বের না হওয়া।

১. নারীর দিকে পুরুষের দৃষ্টিপাত একটা ছিদ্র,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
নুর আয়াত: ৩০

২. পুরুষের দিকে নারীর দৃষ্টিপাত একটি ছিদ্র,
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
সুরা নূর আয়াত: ৩১

৩. নারীর চেহারা প্রকাশ করা একটা ছিদ্র,
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
আহযাব আয়াত: ৫৯

৪. নারীর কোমল কন্ঠ একটি ছিদ্র,
يَا نِسَاء النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاء إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
আহযাব আয়াত:৩২

৫. নারীর বুক একটা ছিদ্র,
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ
সুরা নূর আয়াত: ৩১

৬. নারীর যেকোনো সৌন্দর্য প্রকাশ করা একটা ছিদ্র।
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا….
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ
সুরা নূর আয়াত: ৩১

৭. ব্যাভিচারের কাছেও না যাওয়া
وَلَا تَقۡرَبُوا۟ ٱلزِّنَىٰۤۖ إِنَّهُۥ كَانَ فَـٰحِشَةࣰ وَسَاۤءَ سَبِیلࣰا۟
ইসরা ৩২

৮. নগ্নভাবে বের না হওয়া।
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
আহযাব আয়াত: ৩৩

বিড়াল আর দুধ

বাস্তবতা কি?
এ বিধানের কারণে তুলনামূলক ইসলামিক দেশগুলো মাদরাসা শিক্ষাব্যবস্থায় ধর্ষণের মাত্রা কম।
আর যারা উলঙ্গপনার সাথে চলছে তারা তসলিমার মত যেখানে সেখানে ধর্ষণের শিকার।

কুত্তা যেমন ধর্ষণের স্বীকার হয়।

দোকানে তালা না দিলে

মডার্ণ সবচে কুকুর।

শীর্ষ ১০ দেশ
১. আমেরিকা (৯১% নারী ধর্ষণের শিকার হয়)
২. দক্ষিণ আফ্রিকা। (প্রতি ২৬ সেকেন্ডারি একজন নারী বা কিশোরী)
৩. সুইডেন ( ৪ জনের ১ জন )
৪. ভারত ( ২২ মিনিটে ১জন ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় )
৫. ব্রিটেন (প্রতি ৫ জনের একজন ধর্ষণের শিকার )
৬. জার্মানী (প্রতি বছর ধর্ষণের অভিযোগ দায়ের হয়, ৬৫ লাখ ৭ হাজার, ৩৯৪ জনের )
৭. ফ্রান্স (প্রতি বছর ৭৫ হাজার নারী)
৮. কানাডা ( ১৭ জনের একজন )
৯. শ্রীলংকা ( ১৪.৫ শতাংশ অপরাধ শুধু ধর্ষণের ) ১০. ইথিউপিয়া ( ৬০% নারী ধর্ষণের শিকার)
সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২৬ অক্টোবর, ২০১৬ ঈ:

এ ১০ টি দেশ ৭১ টিভি ও নারীবাদীদের কাছে অনুসরনীয় দেশ। পক্ষান্তরে আমাদের কাছে ইসলামিক দেশ গুলো মডেল। যদিও কোনো দেশে পুরোপুরি ইসলামি বিধান মানা হয় না। তবুও যতটুকু মানা হচ্ছে এরই ফলাফল হলো শীর্ষ ১০ দেশের তালিকায় আসেনি। সুতরাং বুঝা গেল আমরা ধর্মীয় অনুশাসন দিয়ে নারীদের ইজ্জত কন্ট্রোল করতে পারছি। আর তোমরা নগ্নতা দিয়ে ধর্ষণের রাজ্য কায়েম করেছো।

যে মডার্ণ ধর্ষণ কমাতে পারে না।

 

 

শাখা-সিঁদুর এবং স্কুল ড্রেস চলে নিষিদ্ধ হয় না।

বোরখা-হিজাবে এত সমস্যা কেন?

শিয়াল কখনই কি চায় মুরগী খাচায় বন্ধি থাক? নিশ্চয় না। ঠিক তেমনি লম্পট-লুচ্চারাও নারীদের পর্দায় থাকতে দিতে চায় না।
কারণ শিয়ালের ধান্ধা হলো মুরগী ভক্ষণের ধান্ধা, আর লুচ্চাদের ধান্ধা ধর্ষণের ধান্ধা।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি এলাকায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক।
বাংলাদেশ প্রতিদিন: ৩০/৯/২০২০

স্কুলের প্রধান শিক্ষকসহ দুই প্রতিবেশীর ধর্ষণের পর ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা
কালেরকণ্ঠ: ১৩ ডিসেম্বর ২০১৯

কাপাসিয়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের এক শিক্ষক।
জনকণ্ঠ: ৯/০৭/২০১৫

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ধর্ষণের পর ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রথমআলো: ২২/৫/২০১৯

মিথ্যা ফরম পূরণের কথা বলে ডেকে নিয়ে ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুল কক্ষে ধর্ষণ করে রংপুরের শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের ইংরেজি শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু।
সময় নিউজ: ০৯-০৭-২০২০

রংপুর বিভাগের আট জেলায় গত ১৫ দিনে ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মূল অভিযুক্তরা বেশির ভাগই সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক
নয়া দিগন্ত: ১১ ফেব্রুয়ারি ২০১৯

কোনো প্রতিষ্ঠানে লম্পট কোনো শিক্ষক আমার মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে তাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন।

যারা হিজাব চায় না, খবর নেবেন ওরা সবার সামনে শিক্ষক হলেও গোপনে লুচ্চা নাম্বার ওয়ান।

হে মুসলমান, তোমাদের কাছে আমার অনুরোধ, এই ধরণের কোনো লম্পট শিক্ষক যদি কোনো স্কুলে আমার বোনদের হিজাব খুলতে বাধ্য করে, সেই লম্পট শিক্ষককে তোমাদের পায়ের জুতা খুলে তার গলায় মালা বানিয়ে দাও।

৯০% মুসলমানের কর আর ট্যাক্সের টাকায় তোমার বেতন দেয়া হয়, তাদের মেয়েদের হিজাব নিষিদ্ধ করতে সেই স্কুলের ১০০ গজ ভেতরে ঢোকা বন্ধ করে দেন।

যারা এদেশে ইসলামিক ড্রেস বোরখা-হিজাব খুলতে বাধ্য করবে, ৯০% মুসলমান তাদের স্কুল ভাঙ্গতে বাধ্য হবে।

প্রতিষ্ঠানে যদি স্কুল ড্রেস চলতে পারে, আল্লাহর জমিনে ইসলামিক ড্রেস নিষিদ্ধ করার শক্তি কারো নেই।

করোনা কেন এলো?

বোরখা বন্ধ করলে পুরুষকেও মাস্ক পরাবেন.
কত সুক্ষভাকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন।মাস্কের নিয়ম দিয়ে

لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا
সুনান ইবনে মাজাহ: ৪০১৯

মাহফিল বন্ধ না করে এফডিসিসহ সকল
সিনেমা হলে তালা ঝুলিয়ে দেন।
পতিতালয় বন্ধ করে দেন।
মদের বার আর নাইট ক্লাবগুলো বন্ধ করে দেন।

 

সিনেমাগুলো বন্ধ করা

সিনেমাগুলো শিক্ষা দিচ্ছে কিভাবে ধর্ষণ করতে হয়। জঙ্গী ট্রেনিংয়ের ট্যাগ লাগিয়ে হুজুরদের বিরুদ্ধে যেমন এ্যকশন নিয়েছেন, তেমনি সিনেমার নায়ক-নায়িকা আর প্রযোজকদের চিরুনী অভিজান চালিয়ে জেলে ঢুকান ধর্ষন বন্ধ হবে।

রাতে দোকান বন্ধ করার সময় তালা না দেয়ার ব্যাপারে যদি কেউ না করে,তাহলে তাকেও সন্দেহ করে পাকড়াও করা হয়। অতএব পোষাক যারা কেড়ে নিয়েছে তারাই দায়ী।

জবাব-১
বাদাম বিক্রেতা ঘুমে বাদাম বাদাম বলা। বউ কয় কি একটা ঠাডা পড়া ঘুম তোমার। ঘুমের মধ্যেও বাদাম বাদাম। এমন ঘুম কে কয় পড়তে? স্বামী বলে, সারাদিন বাদাম বিক্রি করে অভ্যাস হয়ে গেছে এখন ঘুমের মধ্যেও বাদাম বাদাম।

ঠিক তেমনি, যৌন উত্তেজক পোশাক পরিহিতা নারী, কিংবা অর্ধ উলঙ্গ নারীর পোষ্টার, কিংবা পর্ণোগ্রাফী, বা নাটক সিনেমার মাধ্যমে যুবকদেরকে ধর্ষণের ট্রেনিং করানো হচ্ছে। আর সেই যুবকরাই এসব নোংড়া মিডিয়ার মাধ্যমে ট্রেনিং পেয়ে বাস্তবে প্যাক্টিস করছে।

অতএব প্যাক্টিকালি ধর্ষণ বন্ধ করতে ধর্ষণের ট্রেনিং সেন্টার সকল অশ্লীলতা বন্ধ করেন।

যে পেশা পরীমনীকে বোর্টক্লাবে নির্যাতন থেকে বাঁচাতে পারে না, সে পেশার কপালে ঝাটাপিটা করা দরকার।

গদ বছর ৭১ টিভি আমার একটা ওয়াজের টুকরো নিয়ে প্রচার করলো, হুজুরদের আলোচনায় ধর্ষণ বেড়েছে,
আরে এ দেশে হুজুরদেরর আলোচনায় ধর্ষণ বাড়েনি, বরং আলেমদের আলোচনায় ধর্ষক ধার্মিক হয়েছে। এ দেশে আলেমদের আলোচনায় ধর্ষন বৃদ্ধি হয়নি, বরং ধর্ষণ বেড়েছে তোমাদের দাদা বাবুদের স্টার জলসা আর জি বাংলার কারণে।

হুজুরদের নিয়ে ওয়াজ করান।

ধর্ষণ বন্ধ করার জন্য জেলখানায় নেয়া হয়, ফলে জেল থেকে বের হয়ে, সেই মেয়েকে গণধর্ষণ করে, কিন্তু তাদেরকে জেলে নিয়ে যদি হুজুরদেরকে দিয়ে ওয়াজ করানো হতো, প্রত্যেকটা ধর্ষক তওবা করে ধার্মিক হয়ে বের হতো।

শিশুরা কেন ধর্ষিতা হয়?

…ঠুসি

اگر ماند شبی ماند شب دیگر نمی ماند

مَا أَحْسَنَ صُورَةَ وَجْهِكَ
قَالَ فِي الرَّحِمِ صَوَّرَنِي رَبِّي

مَا أَحْسَنَ شعرك
قال هو أول شي يَبْلَى مِنِّي فِي قَبْرِي

مَا أَحْسَنَ عَيْنَيْكَ
قَالَ بِهِمَا أَنْظُرُ إِلَى رَبِّي

ارْفَعْ بَصَرَكَ فَانْظُرْ فِي وَجْهِي
قَالَ إِنِّي أَخَافُ الْعَمَى فِي آخِرَتِي

أَدْنُو مِنْكَ وَتَتَبَاعَدُ مِنِّي
قَالَ أُرِيدَ بِذَلِكَ الْقُرْبَ مِنْ رَبِّي

الْقَيْطُونُ فَرَشْتُهُ لَكَ فَادْخُلْ مَعِي
قَالَ الْقَيْطُونُ لَا يَسْتُرُنِي مِنْ رَبِّي

فِرَاشُ الْحَرِيرِ قَدْ فَرَشْتُهُ لَكَ قُمْ فَاقْضِ حَاجَتِي

قَالَ إِذًا يَذْهَبُ مِنَ الْجَنَّةِ نَصِيبِي

 

ধর্ষণ বন্ধ করতে

…চান্দিতে চুল নাই
…সেন্টমার্টিনে বিদেশী

গত চার বছরের ধর্ষণের হিসাব।

২০১৮….
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে,
২০১৮ সালে মোট নারী ও শিশু ধর্ষণের সংখ্যা ছিল ৭৩২টি,
সূত্র: প্রথমআলো ৩ ফেব্রুয়ারী ২০২০

২০১৯….
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে,
২০১৯ সালে মোট নারী ও শিশু ধর্ষণের সংখ্যা ১ হাজার ৪১৩টি।
সূত্র: প্রথমআলো ৩ ফেব্রুয়ারী ২০২০

২০২০ সাল….
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে ২০২০ সালে ৩ হাজার ৪৪০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে।
সূত্র: ইত্তেফাক ২ জানুয়ারী ২০২১

২০২১
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ জানিয়েছে,
২০২১ সালে মোট ৩ হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে।
সূুত্র: যুগান্তর ৩ জানুয়ারী ২০২২

...মাথায় বুদ্ধি নাই গাধার পায়খানা।
…অনেক তো হিসাব করলেন।
...যেই কিতাব পড়ার কারনে

পাহাড়ের গুহার ছিদ্র বন্ধ করতে হয়।

১. নারীর দিকে পুরুষের দৃষ্টিপাত একটা ছিদ্র,
২. পুরুষের দিকে নারীর দৃষ্টিপাত একটি ছিদ্র,
৩. নারীর চেহারা প্রকাশ করা একটা ছিদ্র,
৪. নারীর কোমল কন্ঠ একটি ছিদ্র,
৫. নারীর বুক একটা ছিদ্র,
৬. নারীর যেকোনো সৌন্দর্য প্রকাশ একটা ছিদ্র।
৭. ব্যাভিচারের কাছেও না যাওয়া
৮. নগ্নভাবে বের না হওয়া।

১. নারীর দিকে পুরুষের দৃষ্টিপাত একটা ছিদ্র,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
নুর আয়াত: ৩০

২. পুরুষের দিকে নারীর দৃষ্টিপাত একটি ছিদ্র,
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
সুরা নূর আয়াত: ৩১

৩. নারীর চেহারা প্রকাশ করা একটা ছিদ্র,
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
আহযাব আয়াত: ৫৯

৪. নারীর কোমল কন্ঠ একটি ছিদ্র,
يَا نِسَاء النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاء إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
আহযাব আয়াত:৩২

৫. নারীর বুক একটা ছিদ্র,
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ
সুরা নূর আয়াত: ৩১

৬. নারীর যেকোনো সৌন্দর্য প্রকাশ করা 
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا….
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ
সুরা নূর আয়াত: ৩১

৭. ব্যাভিচারের কাছেও না যাওয়া
وَلَا تَقۡرَبُوا۟ ٱلزِّنَىٰۤۖ إِنَّهُۥ كَانَ فَـٰحِشَةࣰ وَسَاۤءَ سَبِیلࣰا۟
ইসরা ৩২

৮. নগ্নভাবে বের না হওয়া।
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
আহযাব আয়াত: ৩৩

বাস্তবতা কি?

….এ বিধানের কারণে পর্দানশিন মহিলারা
…উলঙ্গপনার সাথে চলে তসলিমার মত

কুত্তা যেমন ধর্ষণের স্বীকার হয়।

…বিড়াল আর দুধ।
...রাতে দোকান খোলা রেখে চোর।
…শুধু ধর্ষনের আইন করা

মডার্ণ সবচে কুকুর।

শীর্ষ ১০ দেশ

১. আমেরিকা (৯১% নারী ধর্ষণের শিকার হয়)
২. দক্ষিণ আফ্রিকা। (প্রতি ২৬ সেকেন্ডারি একজন নারী বা কিশোরী)
৩. সুইডেন ( ৪ জনের ১ জন )

৪. ভারত ( ২২ মিনিটে ১জন ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় )
৫. ব্রিটেন (প্রতি ৫ জনের একজন ধর্ষণের শিকার )
৬. জার্মানী (প্রতি বছর ধর্ষণের অভিযোগ দায়ের হয়, ৬৫ লাখ ৭ হাজার, ৩৯৪ জনের )

৭. ফ্রান্স (প্রতি বছর ৭৫ হাজার নারী)
৮. কানাডা ( ১৭ জনের একজন )
৯. শ্রীলংকা ( ১৪.৫ শতাংশ অপরাধ শুধু ধর্ষণের ) ১০. ইথিউপিয়া ( ৬০% নারী ধর্ষণের শিকার)
সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২৬ অক্টোবর, ২০১৬ ঈ:

….ইসলামিক মাইন্ডের দেশগুলো
...তোমরা নগ্নতা দিয়ে ধর্ষণের রাজত্ব
…যে মডার্ণ ধর্ষণ কমাতে পারে না।

আমাদের দেশে এমনটা করতে চায়।

…শাখা-সিঁদুর স্কুল ড্রেস চলে 
…বোরখা-হিজাবে এত সমস্যা কেন?
…শিয়াল কখনই কি চায়?

রিপোর্ট

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি এলাকায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক।
বাংলাদেশ প্রতিদিন: ৩০/৯/২০২০

স্কুলের প্রধান শিক্ষকসহ দুই প্রতিবেশীর ধর্ষণের পর ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা
কালেরকণ্ঠ: ১৩ ডিসেম্বর ২০১৯

কাপাসিয়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের এক শিক্ষক।
জনকণ্ঠ: ৯/০৭/২০১৫ 

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ধর্ষণের পর ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রথমআলো: ২২/৫/২০১৯

মিথ্যা ফরম পূরণের কথা বলে ডেকে নিয়ে ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুল কক্ষে ধর্ষণ করে রংপুরের শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের ইংরেজি শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু।
সময় নিউজ: ০৯-০৭-২০২০

রংপুর বিভাগের আট জেলায় গত ১৫ দিনে ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মূল অভিযুক্তরা বেশির ভাগই সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক
নয়া দিগন্ত: ১১ ফেব্রুয়ারি ২০১৯

...স্কুল ড্রেস চলতে পারে, আল্লাহর জমিনে
…কোনো লম্পট শিক্ষক-ঘাড়ধাক্কা দিয়ে
...ওরা গোপনে লুচ্চা নাম্বার ওয়ান।
…হিজাব খুলতে বাধ্য করলে, জুতারমালা
মুসলমানের ট্যাক্সের টাকায়
…স্কুল ভাঙ্গতে বাধ্য হবে।

করোনা কেন এলো?

لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا
সুনান ইবনে মাজাহ: ৪০১৯

মাহফিল বন্ধ না করে এফডিসিসহ সকল
সিনেমা হলে তালা ঝুলিয়ে দেন।
…পতিতালয় বন্ধ করে দেন।
...মদের বার আর নাইট ক্লাবগুলো 

…বোরখা বন্ধ করলে পুরুষকেও মাস্ক পরাবেন।
…আল্লাহ কত সুক্ষভাবে বুঝালেন।
…জিবন বাঁচাতে মাস্ক…ইজ্জত বাঁচাতে বোরখা

সিনেমাগুলো বন্ধ করা

…জঙ্গী ট্রেনিংয়ের ট্যাগ লাগিয়ে।
…রাতে দোকান বন্ধ করার সময় তালা

বাদাম বিক্রেতা
যৌন উত্তেজক পোশাক পরিহিতা নারী,
অর্ধ উলঙ্গ নারীর পোষ্টার,
পর্ণোগ্রাফী, বা নাটক সিনেমা থেকে শিখে

…যে পেশা পরীমনীকে
…গত বছর ৭১ টিভি আমার
…হুজুরদের নিয়ে জেলে ওয়াজ করান।

শিশুরা কেন ধর্ষিতা হয়?

…ঠুসি

اگر ماند شبی ماند شب دیگر نمی ماند

ইউসুফ আ.

তাফসীরে কুরতুবী খ. ৫ পৃ. ১০৯

مَا أَحْسَنَ صُورَةَ وَجْهِكَ
قَالَ فِي الرَّحِمِ صَوَّرَنِي رَبِّي

مَا أَحْسَنَ شعرك
قال هو أول شي يَبْلَى مِنِّي فِي قَبْرِي

مَا أَحْسَنَ عَيْنَيْكَ
قَالَ بِهِمَا أَنْظُرُ إِلَى رَبِّي

ارْفَعْ بَصَرَكَ فَانْظُرْ فِي وَجْهِي
قَالَ إِنِّي أَخَافُ الْعَمَى فِي آخِرَتِي

أَدْنُو مِنْكَ وَتَتَبَاعَدُ مِنِّي
قَالَ أُرِيدَ بِذَلِكَ الْقُرْبَ مِنْ رَبِّي

الْقَيْطُونُ فَرَشْتُهُ لَكَ فَادْخُلْ مَعِي
قَالَ الْقَيْطُونُ لَا يَسْتُرُنِي مِنْ رَبِّي

فِرَاشُ الْحَرِيرِ قَدْ فَرَشْتُهُ لَكَ قُمْ فَاقْضِ حَاجَتِي
قَالَ إِذًا يَذْهَبُ مِنَ الْجَنَّةِ نَصِيبِي

Check Also

মহররম

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَات وَالأَرْضَ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.