যোহরের ফরজ চার রাকাত নামাজের আগে চার রাকাত সুন্নাত নামাজ রয়েছে। যার নিয়ম হহলো, ফরজের আগেই পড়ে নেয়া। হাদিসে এসেছে,
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ
অর্থ: হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত বার রাক’আত সুন্নাত আদায় করবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিবেনঃ যোহরের পূর্বে চার রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত এশার পর দু’রাকআত, ফজরের পূর্বে দু’রাকআত
সূত্র: সুনানে তিরমিযি হাদিস: ৪১৪ নাসাঈ: ১৭৯৪ ইবনে মাযাহ: ১১৪০
অপর আরেকটি হাদিসে এসেছে,
عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ
অর্থ: হযরত উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকআত এবং এর পর চার রাকআত সুন্নাত আদায় করবে, আল্লাহ তা’আলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন।
সূত্র: মুসনাদে আহমাদ হাদিস: ২৬৭৭২ আবু দাউদ: ১২৬৯ তিরমিযি: ৪২৭ নাসাঈ: ১৮১৪ ইবনে মাযাহ: ১১৬০
কিন্তু যদি কোন কারণে ফরজের আগে এ চার রাকাত পড়তে না পারে, তাহলে ফরজের পরেই আদায় করে নিতে হবে। এমনটিই করতেন নবিজি স:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عنْهَا، أَنَّ النَّبِيَّ ﷺ كانَ إِذا لَمْ يُصَلِّ أَرْبعًا قبْلَ الظهْرِ صَلاَّهُنَّ بعْدَها
অর্থ: হযরত আয়িশা রা: থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায় না করতে পারলে যোহরের পর তা আদায় করতেন।
সূত্র: সুনানে তিরমিজি হাদিস: ৪২৬
ফরজের পরবর্তি দু’রাকাত সুন্নাতের পর এ চার রাকাত পড়ে নেবে। কারণ হাদিসে এসেছে,
عن عائشة قالت كان رسول الله إذا فاتته الأربع قبل الظهر صلاهن بعد الركعتين بعد الظهر
অর্থ: হযরত আয়েশা রা: থেকে বর্ণিত তিনি বলেন, যদি রাসুলুল্লাহ’র স: যোহরের পূর্বের চার রাকাত নামাজ ছুটে যেত, তখন তিনি যোহরের পরবর্তি দু’রাকাতের পরে পড়ে নিতেন।
সূত্র: ই’লাউস সুনান হাদিস: ১৮৫৪ তুহফাতুল আহওয়াজী খ:২ পৃ: ৪৯৯ ইবনে মাযাহ খ:১ পৃ: ৩৬৬
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।