Home > জায়েয-নাজায়েয (page 2)

জায়েয-নাজায়েয

চেয়ার-টেবিলে খাবার খাওয়া কি জায়েয?

IMG 20210527 153037

  চেয়ার-টেবিলে খানা খাওয়া সুন্নাত নয়। সুন্নাত হলো- স্বাভাবিক অবস্থায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়া। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ أَنَسٍ قَالَ مَا عَلِمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عَلٰى سُكْرُجَةٍ قَطُّ وَلاَ خُبِزَ لَه“ مُرَقَّقٌ قَطُّ وَلاَ أَكَلَ عَلٰى خِوَانٍ قَطُّ قِيلَ لِقَتَادَةَ فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ قَالَ عَلٰى السُّفَرِ অর্থ: হহযরম আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু …

Read More »

নবীজির মত ঠোট নাড়ানো কি জায়েয?

IMG 20210420 144443

উস্তাযে মুহতারাম মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সাহেব কোনো একটি মাহফিলে নবীজি সা. এর ঠোট নাড়ানোর দৃশ্য দেখিয়েছিলেন। কিন্তু এটাকে নিয়ে জেনারেল শিক্ষিত মহলে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। অনেকে তো এটাকে রীতিমত ধর্মীয় অনূভুতিতে আঘাত বলে চালিয়ে দিয়েছেন। অনেকে এটা নবী সা. এর সাথে বেয়াদবি বলে বক্তব্য দিয়েছেন। অথচ এ কাজটি সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীন থেকে সহিহ হাদিসে প্রমাণিত। সহিহ …

Read More »

মহিলারা চুলে কালার করতে পারবে কিনা ?

IMG 20210522 164926

  মহিলারা শুধুমাত্র স্বামীর খুশি ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চুল বাদামী, সোনালি, লালচে প্রভৃতি কালার করতে পারবে। কারণ হাদিস শরীফে এসেছে, إِنَّ أَبَا هُرَيْرَةَ رضى الله عنه قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ অর্থ: হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদী ও নাসারারা (দাঁড়ি …

Read More »

পশু পাখি পোষা জায়েয?

IMG 20210522 165012

পশু পাখি পোষা জায়েয আছে। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ قَالَ أَحْسِبُهُ فَطِيمًا وَكَانَ إِذَا جَاءَ قَالَ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ نُغَرٌ كَانَ يَلْعَبُ بِهِ فَرُبَّمَا حَضَرَ الصَّلاَةَ وَهُوَ فِي بَيْتِنَا فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ وَيُنْضَحُ ثُمَّ يَقُومُ وَنَقُومُ خَلْفَهُ …

Read More »

বিড়াল পালা কি বৈধ?

IMG 20210522 165047

বিড়াল পালা জায়েয। হাদীস শরীফে আছে, عن أَنَسَ بْن مَالِكٍ رضى الله عنه يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ অর্থ: হযরত আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মেলামেশা করতেন, এমনকি তিনি আমার এক ছোট ভাইকে জিজ্ঞেস করলেনঃ হে …

Read More »

কুকুর পালা কি জায়েয?

IMG 20210522 165155

শরীয়তসম্মত ওজর ছাড়া কুকুর পালা জায়েয নয়, বরং এটা মারাত্মক গুনাহের কাজ। হাদীস শরীফে এসেছে, عَنْ أَبِي طَلْحَةَ رضى الله عنهم قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ অর্থ: হযরত আবূ ত্বলহা রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কুকুর থাকে …

Read More »

তিনটি জায়গায় মিথ্যা বলা বৈধ।

IMG 20210522 165238

হাদিস শরীফে এসেছে, عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عُقْبَةَ قَالَتْ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرَخِّصُ فِي شَىْءٍ مِنَ الْكَذِبِ إِلاَّ فِي ثَلاَثٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لاَ أَعُدُّهُ كَاذِبًا الرَّجُلُ يُصْلِحُ بَيْنَ النَّاسِ يَقُولُ الْقَوْلَ وَلاَ يُرِيدُ بِهِ إِلاَّ الإِصْلاَحَ وَالرَّجُلُ يَقُولُ فِي الْحَرْبِ وَالرَّجُلُ يُحَدِّثُ امْرَأَتَهُ وَالْمَرْأَةُ تُحَدِّثُ زَوْجَهَا অর্থ: হযরত উম্মু …

Read More »

স্ত্রী কে খুশি রাখার উদ্যেশ্যে সত্য গোপন করা বৈধ।

IMG 20210522 165347

হাদিস শরীফে এসেছে, عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عُقْبَةَ قَالَتْ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرَخِّصُ فِي شَىْءٍ مِنَ الْكَذِبِ إِلاَّ فِي ثَلاَثٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لاَ أَعُدُّهُ كَاذِبًا الرَّجُلُ يُصْلِحُ بَيْنَ النَّاسِ يَقُولُ الْقَوْلَ وَلاَ يُرِيدُ بِهِ إِلاَّ الإِصْلاَحَ وَالرَّجُلُ يَقُولُ فِي الْحَرْبِ وَالرَّجُلُ يُحَدِّثُ امْرَأَتَهُ وَالْمَرْأَةُ تُحَدِّثُ زَوْجَهَا অর্থ: হযরত উম্মু …

Read More »

পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম?

IMG 20210522 165503

  পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। কারণ হাদীস শরীফে এসেছে, عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ يَعْنِي الْغَافِقِيَّ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي অর্থ: আব্দুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) সূত্রে বর্ণিত, …

Read More »

ভ্রু প্লাক করা কি জায়েয?

IMG 20210522 165754

চেহেরার সুন্দর্য বৃদ্ধি করার জন্য চোখের উপরের কিছু ভ্রু তুলে ফেলাকে ভ্রু প্লাক বলা হয় ৷ ইসলামে ভ্রু প্লাক করা সম্পূর্ণ হারাম। পাশাপাশি এটা আল্লাহর অভিসাপের মাধ্যম। হাদিস শরীফে এসেছে, عَنْ عَبْدِ اللَّهِ، لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ، وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى، مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ فِي كِتَابِ اللَّهِ ‏(‏وَمَا آتَاكُمُ …

Read More »