Home > দু'আ > ছোট-বড়, গোপন-প্রকাশ্য সকল গুনাহ ক্ষমার দু‘আ–

ছোট-বড়, গোপন-প্রকাশ্য সকল গুনাহ ক্ষমার দু‘আ–

 

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ كُلَّهٗ. دِقَّهٗ وَجِلَّهٗ وَاَوَّلَهٗ وَاٰخِرَهٗ وَعَلَانِيَتَهٗ وَسِرَّهٗ.

অর্থ: “হে আল্লাহ! আমার যাবতীয় গুনাহ ক্ষমা কর, ছোট হোক বা বড় হোক, (জীবনের) শুরুর হোক বা শেষের হোক, প্রকাশ্য হোক বা গোপনীয় হোক।”

[সহীহ মুসলিম, হাদীস: ৪৮৩]

Check Also

বিপদে পড়লে বা কিছু হারিয়ে গেলে এ দুআ পড়া:

বিপদে পড়লে বা হারিয়ে গেলে এ দুআ পড়া: হাদিস শরীফে এসেছে, عن أم سلمة أم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.