ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের সুন্নাত:
১. ঘুম থেকে জাগ্রত হয়ে দুই হাত দিতে চেহারা এবং চোখ মুছে ফেলা। যেন ঘুমের ভাব দূর হয়ে যায়।
হাদিস শরীফে এসেছে, রাসুলুল্লাহ সা. ঘুম থেকে জাগ্রত হয়ে,
فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ
অর্থাৎ জাগ্রত হয়ে মুখমন্ডল থেকে ঘুমের প্রভাব মুছতে লাগলেন ।
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৪৫৭০
২. ঘুম থেকে জাগ্রত হয়েই নিন্মেক্ত দুআ পড়া।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
অর্থ: যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুদানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন। আর প্রত্যাবর্তন তাঁর পানেই।
সূ্ত্র: সহিহ বুখারী হাদিস: ৬৩১২
৩. মিসওয়াক করা।
পবিত্র হাদিসে এসেছে,
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرْقُدُ مِنْ لَيْلٍ وَلاَ نَهَارٍ فَيَسْتَيْقِظُ إِلاَّ تَسَوَّكَ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ
অর্থ: হযরত আয়েশা রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিবা-রাতে ঘুম হতে উঠার পর ওযু করার পূর্বে মিসওয়াক করতেন।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ৫৭ আহমাদ: ২৫২৭৩ আত-তালখীছুল হাবির খ: ১ পৃ: ৯৩
বি:দ্র: ঘুম থেকে জাগ্রত হয়ে মিসওয়াক করা সুন্নাত। কিন্তু ওযুর জন্য দ্বিতীয় বার মিসওয়াক করা আলাদা আরেকটি সুন্নাত।
সূত্র: বযলুল মাজহুদ খ: ১ পৃ: ১৪১
৪. তিনবার নাক ঝেড়ে পানি বের করার চেষ্টা করা।
হাদিস শরীফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلاَثًا فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ
অর্থ: হযরত আবূ হুরায়রা রা. সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, তিনি বলেন, ‘তোমাদের কেউ যখন নিদ্রা থেকে উঠল এবং ওযু করল তখন তার নাক তিনবার ঝেড়ে ফেলা উচিত, কেননা, শয়তান তার নাকের ছিদ্রে রাত যাপন করেছে।’
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৩২৯৫
৫. কোনো পানির পাত্রে হাত দেয়ার আগে তিনবার হাত ধৌত করা।
হাদিস শরীফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِي الإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا فَإِنَّهُ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ
অর্থ: হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ রাতের ঘুম হতে জেগে তার হাত দুই অথবা তিনবার না ধোয়া পর্যন্ত যেন তা পানির পাত্রে প্রবেশ না করায়। কেননা তার জানা নেই, রাতে তার হাত কোথায় ছিলো।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ২৪