গর্ভবতী ও দুগ্ধপানকারিনী নারীর জন্য রোযা:
যদি কোন মহিলার পেটে বাচ্চা থাকে অথবা কোলে বাচ্চা থাকে, যাকে দুধ পান করাতে হয় এমন মহিলার রোজা রাখলে যদি তার নিজের স্বাস্থ্য অথবা সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অথবা তার জন্যে রোজা রাখাটা কষ্টকর হয়, এমন নারীর জন্য রোজা না-রাখা জায়েয আছে। তবে পরে অবশ্যই এ রোযাগুলোর কাযা করতে হবে। নবিজি স: বলেন,
إن اللهَ وضع عن المسافرِ الصوم وشطرَ الصلاةِ وعن الحامل أو المرضع الصومَ أو الصيامَ
অর্থ: আল্লাহ তা’আলা মুসাফিরের জন্য রোযার হুকুম শিথিল করেছেন এবং নামায কমিয়ে দিয়েছেন। আর গর্ভবতী ও দুগ্ধদানকারিনীর জন্যও রোযার হুকুম শিথিল করেছেন।
সূত্র: তিরমিযী হাদিস-৭১৫ ইবনে মাজা-১৬৬৭ মুসনাদে আহমাদ-১৯০৬৯ (হাদিস: হাসান)
ফাতাওয়ায়ে তাতারখানিয়া খ:৩ পৃ:৪০৪
উত্তর প্রদানে-
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।