সমাজে প্রচলিত রয়েছে যে, “খাবার এক লুকমা খেলে সে নদীতে ডুবে মারা যায়।”
এ ধরণের বিশ্বাস রাখা পবিত্র কুরআনের আয়াত অস্বীকার করার নামান্তর, যা প্রকাশ্য কুফরী। কারণ হায়াত-মউত এক মাত্র আল্লাহর হাতে। নির্দিষ্ট সময়ে সবার মৃত্যু আসবে। আল্লাহ তা’য়ালা বলেছেন,
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاء أَجَلُهُمْ لاَ يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ
অর্থ: প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে।
সুরাঃ আরাফ আয়াত: ৩৪