কুরবানী কত দিন করা যায়?
মোট তিনদিন কুরবানী করা যায়। যিলহজ্বের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে যিলহজ্বের ১০ তারিখেই কুরবানী করা উত্তম। হাদিসে এসেছে,
عن ابن عبّاسٍ رضي اللَّهُ تعالى عنهُما قال الأضحى يومانِ بعدَ يومِ النَّحرِ
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ‘ঈদুল আযহার (দিনের) পর আযহা (কুরবানী) দুই দিন।
সূত্র: উমদাতুল কারী খ:২১ পৃ: ২২০
عن أنسٍ قال الأضحى يومُ النحرِ ويومانِ بعدَهُ
অর্থ: হযরত আনাস রা. বলেন, ঈদুল আযহা কুরবানীর দিন ও পরের দুই দিন।
সূত্র: আল মুহাল্লা খ: ৭ পৃ:৩৭৭ মুয়াত্তা মালেক হাদিস: ১৮৮ বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ১৯৮ ফাতাওয়া হিন্দিয়া খ: ৫ পৃ: ২৯৫।
লেখক
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।