Home > কুরবানীর মাসআলা > কুরবানীর পশু হারিয়ে গেলে করণীয় কি?

কুরবানীর পশু হারিয়ে গেলে করণীয় কি?

কুরবানীর পশু হারিয়ে গেলে করণীয় কি?

ধনী ব্যক্তি তথা নেসাবের মালিক ব্যক্তি যদি কোনো পশু কুরবানী দেয়ার জন্য ক্রয় করে এবং সেটা হারিয়ে যাওয়া ফলে আরেকটি পশু ক্রয় করে হঠাৎ প্রথম পশুটি পেয়ে গেলে দু’টির যে কোন একটি কুরবানী করলেই হবে। তবে যার উপর উপর কুরবান ওয়াজিব ছিল না, কিন্তু তারপরও তিনি আগ্রহী হয়ে কুরবানী দিতে চেয়ে পশু কেনার পর যদি হারিয়ে যায় এবং আরেকটি ক্রয় করার পর প্রথমটি পাওয়া যায়, তাহলে তার জন্য উভয় পশু কুরবানী করা আবশ্যক। কারণ, যার উপর কুরবানী আবশ্যক নয়, তার কুরবানী পশু ক্রয় করার দ্বারা এটি মান্নতের মত হয়ে যায়। তাই সেটিকে কুরবানী করা আবশ্যক হয়ে যায়।

পক্ষান্তরে যার উপর কুরবানী আবশ্যক। তার জন্য নির্ধারিত প্রাণী ক্রয়ের দ্বারা আবশ্যক হয় না। যে কোন প্রাণী কুরবানী দিলেই হয়। কারণ হাদিসে এসেছে,

عَنْ سَيِّدَتِنَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا سَاقَتْ هَدْيًا فَضَاعَ فَاشْتَرَتْ مَكَانَهُ آخَرَ ثُمَّ وَجَدَتْ الْأَوَّلَ فَنَحَرَتْهُمَا ثُمَّ قَالَتْ الْأَوَّلُ كَانَ يُجْزِئُ عَنِّي
সূত্র: বাদায়েউস সানায়ে খ: ৬ পৃ: ২৯০

واذا اشترى الغنى أضحية فضلت فاشترى أخرى ثم وجد الأولى فى أيام النحر كان له أن يضحى بأيتهما شاء، ولو كان معسرا فاشترى شاة وأجبها، ثم وجد الأولى، قالوا عليه أن يضحى بهما
সূত্র: ফাতাওয়া কাযীখান খ: ৩ পৃ: ২৩৩

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.