কুরবানীর পশু যবাহ করার সময় মুখে বলাটা জরুরী নয়। ফিকহের প্রশিদ্ধ গ্রন্থ বাদায়েউস সানায়ে এর ভেতর এসেছে,
وَيَكْفِيهِ أَنْ يَنْوِيَ بِقَلْبِهِ وَلَا يُشْتَرَطُ أَنْ يَقُولَ بِلِسَانِهِ مَا نَوَى بِقَلْبِهِ كَمَا فِي الصَّلَاةِ لِأَنَّ النِّيَّةَ عَمَلُ الْقَلْبِ وَالذِّكْرُ بِاللِّسَانِ دَلِيلٌ عَلَيْهَا
অর্থ: অন্তর দ্বারা নিয়্যত করাই যথেষ্ট। অন্তরে যা নিয়ত করেছে সেটা নামাজের মত মুখে বলাটি শর্ত নয়। কেননা নিয়ত হচ্ছে অন্তরের আমল আর মুখে উচ্চারণ করা এটার প্রমাণ।
সূত্র: বাদায়ে সানায়ে খ: ৫ পৃ: ৭১
তবে যদি মুখেও বলে তবে সমস্যা নাই। কিন্তু জরুরি মনে করা যাবে না।
লেখক
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।