কুরবানীর রক্ত দেওয়ালে মারা বা হাতে লাগিয়ে বরকত হাসিল করা জায়েয নেই। কারণ রক্ত নাপাক, আর নাপাক কখনও বরকত হতে পারে না। উপরন্তু এরকম বরকত হাসিল করার কোনো প্রমাণ ইসলামে নেই। হাদিস শরীফে এসেছে
عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
অর্থ: হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-আমাদের দ্বীনের মাঝে যে ব্যক্তি নতুন বিষয় আবিস্কার করে যা তাতে নেই তাহলে তা পরিত্যাজ্য।
সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস: ৪৬০৮ সহীহ বুখারী: ২৫৫০ সহীহ মুসলিম: ৪৫৮৯
উপরন্তু নবীজি সা. বলেছেন,
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ
যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ২৫১৮