কুরবানীর পশুর ক্ষেত্রে উট ৫ বছর বয়সী, গরু বা মহিষ ২ বছর বয়সী হতে হবে এবং ভেড়া, দুম্বা বা ছাগলের ক্ষেত্রে অন্তত ১ বছর বয়সী হতে হবে। তবে ছ’মাস বয়সী হৃষ্টপুষ্ট ভেড়া বা দুম্বা হলেও চলবে। কিন্তু ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না। কারণ হাদিস শরীফে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
অর্থ: হযরত জাবির রা. হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানীতে ‘মুছিন্না’ ছাড়া যবেহ করবে না। তবে সংকটের অবস্থায় ছ’মাস বয়সী ভেড়া-দুম্বা যবেহ করতে পারবে। (মুছিন্না হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু, মহিষ এবং ১ বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা -শরহুন নববী)।
সূত্র: সহিহ মুসলিম হাদীস: ১৯৬৩ সুনানে আবু দাউদ: ২৭৯৭; সুনানে ইবনে মাজাহ: ৩১৭৯ ফাতাওয়া কাযীখান খ: ৩ পৃ: ৩৪৮; বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ২০৫-২০৬
সুৎরাং গরু এবং মহিষ ২ বছরের কম হলে কোনো অবস্থাতেই কুরবানী সহিহ হবে না, তেমনিভাবে উট ৫ বছরের কম বয়স হলে কুরবানী চলবে না। পাশাপাশি ছাগল ১ বছরের কম বয়স হলেও চলবে না। অবশ্য ভেড়া বা দুম্বা ৬ মাস বয়স হলে কুরবানী দেওয়া যেতে পারে, তবে সেটা দেখতে অন্তত এক বছর বয়সী ভেড়া-দুম্বার মত হ্নষ্টপুষ্ট হতে হবে।