Home > কুরবানীর মাসআলা > কুরবানীর গোশত বিক্রি করলে ক্রয় করা যাবে কি?

কুরবানীর গোশত বিক্রি করলে ক্রয় করা যাবে কি?

 

কোনো গরীবকে কুরবানীর গোশত দেওয়ার পর তিন সেটার মালিক হয়ে যান। সুতরাং সে উক্ত গোশত খাবে না বিক্রি করবে, সেটা একান্তই তার ইচ্ছা। যদি বিক্রি করে তাহলে যে কেউ ক্রয় করতে অসুবিধা নেই। কারণ,

للمالك أن يتصرف في ملكه تصرفا مطلقا

ولو وهب لرجل شاة فضحى بها الموهوب له أجزأته عن الاضحية لأنه ملكها بالهبة والقبض، فصار كما لو ملكها بالشراء (بدائع الصنائع، كتاب التضحية-4/218

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.