Home > ভুল সংশোধন > কারবালায় হুসাইন রা. এর শাহাদাতের ভবিষ্যতবানী।

কারবালায় হুসাইন রা. এর শাহাদাতের ভবিষ্যতবানী।

হুসাইন রা. এর কারবালায় শাহাদাতের ব্যাপারে নবিজি সাঃ কর্তৃক ভবিষ্যতবানী সম্পর্কে একটি হাদিস পেশ করা হয়ে থাকে। যেখানে তিনি বুঝাতে চেয়েছেন, রাসুলুল্লাহ সাঃ বলেছেন
إِنَّ ابْنِي هَذَا يُقْتَلُ بِأَرْضٍ يُقَالُ لَهَا كَرْبَلاءُ
আমার এই ছেলে ইরাকের কারবালায় শহীদ হবে। চলুন আগে হাদিসটির পূর্ণরুপ দেখে নেওয়া যাক।
حدثنا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَبُو إِسْحَاقَ الدَّقَّاقُ بِالرَّقَّةِ ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ ، ثنا سَعِيدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ وَاقِدٍ ، ثنا عَطَاءُ بْنُ مُسْلِمٍ ، عَنْ أَشْعَثَ بْنِ سُلَيْمٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَنَسِ بْنِ الْحَارِثِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ” إِنَّ ابْنِي هَذَا يُقْتَلُ بِأَرْضٍ يُقَالُ لَهَا : كَرْبَلاءُ ، فَمَنْ شَهِدَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَنْصُرْهُ ” فَخَرَجَ أَنَسُ بْنُ الْحَارِثِ إِلَى كَرْبَلاءَ ، فَقُتِلَ مَعَ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا .
সূত্র: মুজামুস সাহাবাহ : খ. ১ পৃ. ৭৪

ইমাম বগবী রহি. হাদিসটা বয়ান করার পর বলেন,
ولا أعلم روى غيره
সূত্র: মুজামুস সাহাবাহ : খ. ১ পৃ. ৭৪

উক্ত হাদিসে একজন রাবী রয়েছেন, তার নাম হলো, সাঈদ ইবনু আব্দিল মালেক ইবনে ওয়াকিদ আল হাররানী। তিনি দুর্বল। তার সম্পর্কে ইমাম দারাকুতনী রহি. বলেন,
ضعيف لاَ يُحْتَجُّ به
সূত্র: আল ইলালুল ওয়ারিদাতু ফিল আহাদিসিন নাবাবিয়্যাহ : পৃ. ১৯৯

ইমাম আবু হাতেম রাযী রহি. তার ব্যাপারে বলেন,
يتكلمون فيه يقال انه أخذ كتبا لمحمد بن سلمة فحدث بها ورأيت فيما حدث أكاذيب كذب
সূত্র: আল জারহু ওয়াত তাদীল : খ. ৪ পৃ. ৪৪

ইমাম যাহাবী রহি. হাররানী থেকে একটা হাদিস বর্ণনা করে শেষে বলেছেন,
هذا موضوع
-মিযানুল ই’তিদাল : খ. ২ পৃ. ১৫০

সুতরাং প্রমাণ হলো, তিনি নিতান্তই দূর্বল এবং মিথ্যা হাদিস বর্ণনা করার অভিযোগে অভিযুক্ত।

 

Check Also

IMG 20210518 152834

স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত?

  বর্তমান সমাজে একটি বহুল প্রচলিত কথা রয়েছে যে, الجنة تحت أقدام الأزواج অর্থাৎ স্বামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.