Home > কাদিয়ানীদের ভ্রান্ত আকিদা > ওহী ও আল্লাহর কালাম প্রাপ্তী

ওহী ও আল্লাহর কালাম প্রাপ্তী

اور میں خدا تعالی کی قسم کھا کر کہتا ہوں کہ یہ خدا تعالی کا کلام ہے جو میرے پر نازل ہوا
সূত্র: হাকিকতুল ওহী পৃ. ৬৮ রুহানী খাযায়েন খ. ২২ পৃ. ৫০৩

ہر ایک مسلمان کو دینی امور میم میری اطاعت واجب ہے اور مسیح موعود ماننا واجب ہے اور ہر ایک جس کو میری تبلیغ پہنچ گئی ہے گو وہ مسلمان ہی مگر اپنا حکم نہیں ٹھہراتا اور نہ مجھے مسیح موعود مانتا ہے اور نہ میری وحی کو خدا کی طرف سے جانتا ہے وہ آسمان پر قابل مواخذہ ہے
রুহানী খাযায়েন খ. ১৯ পৃ. ৯৫

 

ওমর ইবনে খাত্তাব রা. বলেন,
إِنَّ أُنَاسًا كَانُوا يُؤْخَذُونَ بِالْوَحْىِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَإِنَّ الْوَحْىَ قَدِ انْقَطَعَ
সূত্র: সহীহ বুখারী হাদিস: ২৬৪১

মির্জা নিজেই বলেছে,
وقد انقطع الوحي بعد وفاته
রুহানী খাযায়েন, খ. ৭ পৃ. ২০০

وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ قِیلࣰا﴾ [النساء ١٢٢] لَا تَبۡدِیلَ لِكَلِمَـٰتِ ٱللَّهِۚ  [يونس ٦٤] ذَ ٰ⁠لِكَ ٱلۡكِتَـٰبُ لَا رَیۡبَۛ فِیهِۛ هُدࣰى لِّلۡمُتَّقِینَ﴾ [البقرة ٢]

আল্লাহর কথায় কোনো মিথ্যা থাকার সুযোগ নেই।

কিন্তু মির্জা কাদিয়ানীর কথায় মিথ্যা ভরপুর। যেমন একটা নমুনা দেখুন।

মুহাদ্দাস দাবি:
لست بنبي ولكن محدث الله و كليم الله لاجدد دين المصطفي
অর্থ: আমি নবী নই , বরং আমি আল্লাহর পক্ষ থেকে মুহাদ্দাস এবং আল্লাহ কালিম ৷ যেন দ্বীনে মুস্তাফাকে সংস্কার করি ৷
সুত্র: রুহানী খাজায়েন খ. ৫ পৃষ্টা. ৩৮৩

لا يجئ نبى بعد رسول الله صلى الله عليه وسلم وهو خاتم النبيين وما كان لاحد ان ينسخ القرآن بعد تكميله
অর্থ: নবী করিম সা. এর পরে কোন নবী আসবে না ৷ কারণ তিনি সর্বশেষ নবী ৷ এবং কোরআন পরিপূর্ণ হবার পর কেউ তা মানসুখ করতে পারবে না ৷
সুত্র: রুহানী খজায়েন খ. ৭ পৃ. ১৯৯

মুহাদ্দাস দাবি:
لست بنبي ولكن محدث الله و كليم الله لاجدد دين المصطفي
অর্থ: আমি নবী নই , বরং আমি আল্লাহর পক্ষ থেকে মুহাদ্দাস এবং আল্লাহ কালিম ৷ যেন দ্বীনে মুস্তাফাকে সংস্কার করি ৷
সুত্র: রুহানী খাজায়েন খ. ৫ পৃষ্টা. ৩৮৩

میں اس خدا کی قسم کھا کر کہتا ہوں کہ جس کے ہاتھ میں میری جان ہے کہ اسی نے مجھے بھیجا ہے اور اسی نے میرا نام نبی رکھا ہے اور اسی نے مجھے مسیح موعود کے نام سے پکارا ہے

অর্থাৎ যাঁর হাতে আমার জিবন সেই রবের নামে শপথ করে বলছি- তিনি আমার নাম নবি রেখেছেন এবং তিনি আমাকে প্রতিশ্রুত মাসীহের নাম দ্বারা ডেকেছেন।
সূত্র: তাতিম্মা হাকিকতুল ওহী পৃ: ৬৯ রুহানী খাযায়েন খ: ২২ পৃ: ৫০৩

Check Also

মুজাদ্দিদ হওয়ার দাবি:

ভন্ড গোলাম আহমদ নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, پھر جب تیرھویں صدی کا اخیر ہوا اور …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.