Home > দু'আ > ঋণ মুক্তির দু’আ।

ঋণ মুক্তির দু’আ।

 

হাদিস শরীফে এসেছে,

عَنْ عَلِيٍّ رضى الله عنه أَنَّ مُكَاتَبًا جَاءَهُ فَقَالَ إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ كِتَابَتِي فَأَعِنِّي ‏قَالَ أَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ قَالَ ‏قُلِ اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক মুকাতিব গোলাম (বিনিময় মূল্যের ভিত্তিতে মালিকের সঙ্গে আযাদীর চুক্তি করা) তাঁর কাছে এসে বলল, আমি আমার চুক্তি অনুসারে বিনিময় মূল্য দিতে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে কিছু সাহায্য করুন। তিনি বললেন, তোমাকে এমন কিছু কালিমা আমি শিখিয়ে দিব কি যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? তোমার যিম্মায় যদি ছবীর পাহাড় (তায় কাবীলায় অবস্থিত আরবের একটি বড় পাহাড়) ঋণও থাকে, তবে এতে আল্লাহ তা’আলা তাও আদায় করে দিবেন। তুমি বলবেঃ

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

অর্থাৎ হে আল্লাহ, হারাম থেকে মুক্ত রেখে তোমার প্রদত্ত হালাল বস্তুই আমার জন্য যথেষ্ট করে দাও। তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্যসব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ৩৫৬৩ জামে সগীর: ২৮৬৩ আহমাদ: ১৩১৮

হাদিসটির মান:

১. আল্লামা জালাদুদ্দিন সুয়ূতী রহ. বলেন,
هذا حديث صحيح
অর্থাৎ এ হাদিসটি সহিহ।
সূত্র: জামে সগীর: ২৮৬৩

২. আহলে হাদিসের মান্যবর ব্যক্তি শায়খ নাসিরুদ্দিন আলবানী রহ. বলেন,
إسناده حسن
অর্থাৎ এ হাদিসটির সনদ হাসান।
সূত্র: সহিহ আল জামে হাদিস: ২৬২৫

 

লেখক

মুৃফতী রিজওয়ান রফিকী

Check Also

বিপদে পড়লে বা কিছু হারিয়ে গেলে এ দুআ পড়া:

বিপদে পড়লে বা হারিয়ে গেলে এ দুআ পড়া: হাদিস শরীফে এসেছে, عن أم سلمة أم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.