Home > মওদুদী ফিৎনা > উহুদের সাহাবাদের শানে বেয়াদবি

উহুদের সাহাবাদের শানে বেয়াদবি

মওদুদি মতবাদ

احد کی شکست کا بڑا سبب یہ تھا کہ مسلمان عین کامیابی کے موقع پر مال کی طمع سے مغلوب ہو گئے اور اپنے کام کو تکمیل تک پہنچانے کے بجائے غنیمت لوٹنے میں لگ گئے

অর্থ: ওহোদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের একটা বড় কারণ এই ছিল যে, ঠিক বিজয়ের মূহুর্তেই ধন-সম্পদের লোভ তাঁদের উপর প্রাধান্য বিস্তার করে বসে এবং
নিজেদের কাজ পূর্ণরুপে শেষ করার পরিবর্তে তারা গনীমতের মাল লুট করতে শুরু করে দেন।
সূত্র: তাফহীমুল কুরআন (বাংলা) খ. ২ পৃ. ৬৫-৬৬
(সুরা আলে-ইমরান আয়াত: ১৩৪ এর তাফসীর।)

سود لینے والوں میں حرص و طمع، بخل اور خود غرضی اور سود دینے والوں میں نفرت، غصہ اور بغض و حسد ۔ احد کی شکست میں ان دونوں قسم کی بیماریوں کا کچھ نہ کچھ حصہ شامل تھا

  • অর্থ: সুদ গ্রহণকারীদের মধ্য লোভ-লালসা, কৃপনতা ও স্বার্থন্ধতা এবং সুদ প্রদানকারীদের মধ্যে ঘৃণা,ক্রোধ,হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। ওহোদের পরাজয়ে এ দুই ধরণের রোগের কিছু না কিছু অংশ ছিল।
    সূত্র: তাফহীমুল কুরআন (বাংলা) খ. ২ পৃ. ৬৭
    (সুরা আলে-ইমরান আয়াত: ১৩৪ এর তাফসীর।)

Check Also

অশ্লীল এলাকায়ে যিনার শাস্তি রজমকে জুলুম বলা:

যিনার শাস্তি জুলুম: جہاں معیار اخلاق بھی اتنا پست ہو کہ ناجائز تعلقات کو کچھ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.