লেখক: মুফতী রিজওয়ান রফিকী
লোকে বলে,
লেখা-পড়া করলে নাকি গাড়ি ঘোড়া হয়,
এখন শিক্ষিতরাই বেকার তবে মুর্খরা মশাই।
লোকে বলে,
যেই কলেজের সভাপতি মুর্খ মশাই নেতা,
ছাত্র টিচার সেই নেতাজির করবে জুতা সোজা।
লোকে বলে,
মান দিতে শিখলে নাকি মান পাওয়া যায়,
এখন অভদ্ররাই মাননীয়, ভদ্র ধমক খায়।
লোকে বলে চোরের বাড়ি দালাল ওঠে না,
এখন চুরি ছাড়া দালান করার চালান জোটে না।
লোকে বলে,
সমাজ সেবক পদটি মহা পবিত্র আমল,
এখন চোর মাস্তান গুন্ডারা তা করিছে দখল।
গাঞ্জা হাতে বুলেট বাবুল সোনার পদক পায়,
তবে টুপি পরা ভদ্র পোলা জঙ্গী মামলা খায়।
লোকে বলে,
যেই সমাজে নর্তকী আর মুর্খ নেতা হয়,
সেই সমাজের আলেম সমাজ জেলের খানা খায়।
৫-৯-২০২২ ঈ. রাত: ২.৪৮ মিনিট।