দান বা উপহারে পাওয়া পশু দিয়ে কুরবানী করা বৈধ।
ফিকহের প্রশিদ্ধ কিতাব বাদায়ে সানায়ে তে আসছে,
ولو وهب لرجل شاة فضحى بها الموهوب له أجزأته عن الاضحية لأنه ملكها بالهبة والقبض، فصار كما لو ملكها بالشراء
অর্থ: যদি কেউ কাউকে একটি ছাগল উপহার দেয় এবং সে উক্ত ছাগলটি দিয়ে কুরবানী দেয়, তাহলে এটা তার জন্য বৈধ হবে। কেননা সে দান এবং হাতে আসার মাধ্যমে সেটার মালিক হয়ে গেছে। যেমন কেউ ক্রয় করলে মালিক হয়ে যায়।
সূত্র: বাদায়ে সানায়ে খ: ৬ পৃ: ৩১৯
লেখক
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।