বর্জনীয়
পেশাব-পায়খানারত অবস্থায় সালাম আদান-প্রদান না করা:
عَنِ ابْنِ عُمَرَ أنَّ رَجُلًا مَرَّ ورَسولُ اللهِ صَلّى اللَّهُ عليه وسلَّمَ يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عليه
অর্থ: হযরত ইবনু ওমর রা: থেকে বর্ণিত, এক ব্যক্তি পথ চলছিলেন এবং রাসূলুল্লাহ স: পেশাব করছিলেন। অতঃপর ঐ ব্যক্তি রাসূলুল্লাহ স: কে সালাম দিলেন। কিন্তু রাসূলুল্লাহ স: কোন উত্তর দিলেন না
সূত্র: সহিহ মুসলিম হাদিস-৩৭০
মানুষের জন্য কষ্টদায়ক হয়,এমন জায়গায় পেশাব পায়খানা না করা।
চলাচলের রাস্তা ও ছায়াদার গাছের নিচে না করা:
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ اتَّقُوا اللاَّعِنَيْن قَالُوا وَمَا اللاَّعِنَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظِلِّهِمْ
অর্থ: আল্লাহর রসূল স: বলেন, তোমরা দুই অভিশাপ আনয়নকারী কর্ম থেকে বাঁচো। লোকেরা বলল, ‘দুই অভিশাপ আনয়নকারী কর্ম কী, হে আল্লাহর রসূল?তিনি বললেন, ‘‘লোকেদের রাস্তায় ও ছায়াতে পেশাব-পায়খানা করা।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস-২৫
কবরস্থান ও বাজারে পেশাব পায়খানা করা:
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَأَنْ أَمْشِيَ عَلَى جَمْرَةٍ أَوْ سَيْفٍ أَوْ أَخْصِفَ نَعْلِي بِرِجْلِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَمْشِيَ عَلَى قَبْرِ مُسْلِمٍ وَمَا أُبَالِي أَوَسْطَ الْقُبُورِ قَضَيْتُ حَاجَتِي أَوْ وَسْطَ السُّوقِ
উকবা ইবনু আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলমানের কবরের উপর দিয়ে আমার হেঁটে যাওয়া অপেক্ষা জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে অথবা তরবারির উপর দিয়ে আমার হেঁটে যাওয়া অথবা আমার জুতাজোড়া আমার পায়ের সাথে সেলাই করা আমার নিকট অধিক প্রিয়। কবরস্থানে পায়খানা করা এবং বাজারের মাঝখানে পায়খানা করার মধ্যে আমি কোন পার্থক্য দেখি না।
সূত্র: ইবনে মাজাহ হাদিস-১৫৬৭