Home > রোযা > ইফতারের আগে পরে ৩টি দোয়া।

ইফতারের আগে পরে ৩টি দোয়া।

মনে রাখতে হবে, রোযাদার ইফতার সময় কোন দোয়া করলে, সে দোয়া মহান রব ফিরিয়ে দেন না। এজন্য ইফতারির সময় খুব বেশি দোয়া,ইস্তেগফার করা উচিৎ।

১. ইফতারি সামনে রেখে দোয়া:

হাদিস শরীফে এসেছে,

كان ابنُ عمرو إذا أفطرَ يقولُ اللهمَّ إني أسألكَ برحمتكَ التي وَسِعَتْ كلَّ شيٍء أن تغفرَ لي ذنوبي

অর্থ: ইবনে আমর রা: যখন ইফতার করতেন, তখন বলতেন,

اللهمَّ إني أسألكَ برحمتكَ التي وَسِعَتْ كلَّ شيٍء أن تغفرَ لي ذنوبي

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরা লি যুনুবি।’

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার সেই রহমতের উসীলায় প্রার্থনা করছি যা সকল বস্ত্ততে পরিবেষ্টিত, তুমি আমাকে মাফ করে দাও।
সূত্র: ইবনে মাজা হাদিস-৩৪৫ তুহফাতুল মুহতাজ খ:২ পৃ:৯৭

২. আর ইফতার গ্রহণের সময়ের দোয়া,

হাদিস শরীফে এসেছে,

أنّ النبيَّ ﷺ كان إذا أفطر قال اللهم لك صمت وعلى رزقك أفطرت

অর্থ: নবিজি স: যখন ইফতার করতেন,তখন পড়তেন,

اللهم لك صمت وعلى رزقك أفطرت

উচ্চারণ: ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়ালা রিযকিকা আফতরতু।’

অর্থ: হে আল্লাহ! আমি তোমার জন্যই রোযা রেখেছিলাম এবং তোমার রিযিক দ্বারাই ইফতার করলাম।
সূত্র: আবু দাউদ হাদীস-২৩৫৮

৩. ইফতারের পরের দোয়া:

হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা: থেকে বর্ণিত তিনি বলেন,

كان رسول اللهِ ﷺ إذا أفطر قال ذهب الظَّمَأُ وابْتَلَّتِ العُرُوقُ وثَبَتَ الأَجْرُ إنْ شاءَ اللَّهُ

অর্থাৎ নবিজি স: যখন ইফতার (করা শেষ) করতেন তখন বলতেন,

ذهب الظَّمَأُ وابْتَلَّتِ العُرُوقُ وثَبَتَ الأَجْرُ إنْ شاءَ اللَّهُ

উচ্চারণ: যাহাবায যমাউ ওয়াব তাল্লাতিল উরুকু ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ: পিপাসা দূর হল, শিরা-উপশিরা সতেজ হল আর আল্লাহ তাআলা চান তো রোযার সওয়াব লিপিবদ্ধ হল।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস-২৩৫৭ দারাকুতনী খ:২ পৃ:৪০১,
মুসতাদরাকে হাকেম, হাদীস : ১৫৭৬

 

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।

Check Also

ইমাম সাহেবের হুজরায় যেতে পারবে কি না?

إن خرج من غير عذر ساعة فسد اعتكافه অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া যদি ইতিকাফকারী ব্যক্তি …

One comment

  1. আপনাদের উদ্দেশ্য আল্লাহ কবুল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.