ইতিকাফ অবস্থায় মলমূত্রত্যাগ ও ওযু-গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে। এ ব্যাপারে হানাফী মাযহাবের বক্তব্য হলো,
ويخرج ايضا لأمر لابد منه ثم يرجع إلى المسجد بعد ما فرغ من ذلك الأمر سريعا، ويخرج للوضوء والاغتسال فرضا كان او نفلا
অর্থাৎ অত্যাবশ্যকীয় প্রয়োজনে (ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে) বের হতে পারবে, তবে প্রয়োজন সেরে দ্রুত মসজিদে চলে আসতে হবে এবং ফরজ হোক বা নফল গোসল ও ওযুর জন্য বের হতে পারবে।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া খ. ৩ পৃ. ৪৪৬
কারণ হাদিস শরীফে এসেছে, আম্মাজান হযরত আয়েশা রা. বলেন,
كان لا يَدخلُ البيتَ إلا لحاجةِ الإنسانِ
অর্থ: মানবীয় প্রয়োজন ছাগলামি নবীজি সা. (ইতিকাফ অবস্থায়) ঘরে প্রবেশ করতেন না।
সূত্র: আল মাজমুউ (নববী) খ. ৬ পৃ. ৪৯৯