পবিত্র কুরআন সরাসরি আল্লাহপাকের কালাম। পৃথিবির সব কিছু মাখলুক হলেও আল্লাহ-র কালাম মাখলুম নয়। সুতরাং কোনো মাখলুকের চেয়ে কুরআন কম দামি হতেই পারে না।
হেযবুত তওহীদ কী বলে?
তাদের দাবি হলো আল্লাহর কিতাবের চেয়েও মুমিনের সম্মান বেশি। তারা লিখেছে,
সকল ধর্মগ্রন্থ, কাবাসমেত সকল উপসনালয় মানুষের কল্যাণের জন্য এসেছে, মানবতার জন্য এসেছে। তাদের কারো সম্মান মো’মেনের ঊর্ধ্বে নয়। -শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম : পৃ. ১১২
ইসলাম কী বলে?
পবিত্র কাবার চেয়ে মুমিনের সম্মান বেশি। এ কথার প্রমাণ হাদিস শরীফে পাওয়া যায়। কিন্তু আল্লাহর নাযিলকৃত কালামুল্লাহ সাধারণ মুমিন তো দূরের কথা নবিদের চেয়েও দামি। কারণ সকল নবি আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু আল্লাহর নাযিলকৃত কিতাব আল্লাহর সৃষ্টি নয়, বরং আল্লাহর কালাম এবং তাঁর সিফাত বা গুনাবলীর অন্তুর্ভূক্ত। আল্লাহর সিফাত কখনও মাখলুক থেকে ছোট হতে পারে না। সুতরাং আল্লাহর নাযিলকৃত কোনো কিতাবের চেয়ে মোমেন দামি হতে পারে এমন দাবি নিছক মূর্খতা ও বিকৃতি।