Home > Uncategorized > আল্লাককে কেন ভালোবাসবো

আল্লাককে কেন ভালোবাসবো

বাংলাদেশ
বাংলাদেশের আয়তন ৫৪/৫৬ হাজার বর্গমাইল।

পৃথিবী
পৃথিবীর আয়তন প্রায় ২০ কোটি বর্গমাইল।

বৃহস্পতি
১,৩২১ গুন বড়
সূত্র: কালেরকণ্ঠ: ২৩ মে ২০ ঈ:

সূর্য
১৩০০ গুন বড়
সূত্র: কালেরকণ্ঠ: ২৩ মে ২০ ঈ:

ইউওয়াই স্কুটি’ ১৭০০ গুণ বড়
সূত্র: প্রথম আলো ৪ ডিসেম্বর ২০১৫ ঈ:

দূরত্ব
—–

মঙ্গলগ্রহ
প্রায় ৮ কোটি কিলোমিটার।

সূর্য
১৫ কোটি ১৪ লাখ কিলোমিটার
সূত্র: কালেরকণ্ঠ: ২৩ মে ২০

নেপচুন
সূর্য থেকে নেপচুন ৪৫০ কিলোমিটার দূরে।

প্লুটো
পৃথিবী থেকে প্লুটো ৫৮৭ কোটি কিলোমিটার দূরে।

আলোর গতি:
….সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।
….সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ১৯

কিছু কিছু তারকার আলো

ويقول العلماء إن هناك بعض النجوم التي لم يصل إلينا ضؤوها منذ نشأة الكون

 

গ্যালাক্সি

…১৫ হাজার কোটিরও বেশি সৌরজগত
…৩৩ লক্ষ আলোকবর্ষ

গ্যালাক্সিগুচ্ছ
মহাগ্যালাক্সি
মহাশুন্য

মুসা আ: বলেন,

يَا رَبِّ لَوْ أَنَّ السموات وَالْأَرْضَ حِينَ قُلْتَ لَهُمَا “ائْتِيا طَوْعاً أَوْ كَرْهاً” عَصَيَاكَ مَا كُنْتَ صَانِعًا بِهِمَا؟
قَالَ كُنْتُ آمُرُ دَابَّةً مِنْ دَوَابِّي فَتَبْتَلِعُهُمَا
. قَالَ: يَا رَبِّ وَأَيْنَ تِلْكَ الدَّابَّةُ؟
قَالَ: فِي مَرْجٍ مِنْ مُرُوجِي.
قَالَ: يَا رَبِّ وَأَيْنَ ذَلِكَ الْمَرْجُ؟
قَالَ عِلْمٌ مِنْ عِلْمِي.
কুরতুবী খ. ৮ পৃ. ২২৫

৫৬ হাজার বর্গমাইলের সরকারের চামচা।
…আমেরিকা,চায়না,ইন্ডিয়ার দালাল।
আল্লাহর সাথে পাল্লা কল্লা উচু করা যায় না।
…বিসমিল্লাহ সংবিধানে আছে, টাকলা মুরাদ
…কামাল আতাতুর্ক
মক্কায় নবিজি সা.
لا يبقى على الأرضِ بيتُ مَدَرٍ ولا وَبَرٍ إلّا أدخَله اللهُ الإسلامَ بعِزِّ عزيزٍ أو بذُلِّ ذليلٍ

বাবড়ি মসজিদে রামমন্দির চালু করেছে।
আমেরিকার হোয়াইট হাউস,
ভারতের লালকেল্লা
জয়শ্রীরাম বন্ধ হয়ে আল্লাহর স্লোগান উঠবে।

…এক রাশিয়ান কাবুল থেকে।
…বিচার করা দরকার।
…রাজাকারের বিচার ৫০ বছর পর হতে পারলে

মিজানের পাল্লা

يوضعُ الميزانُ يومَ القيامةِ فلو وزنَ فيهِ السَّماواتُ والأرضُ لوسِعت
জামিউল উলুম ওয়াল হিকাম খ: ২ পৃ: ১৮

দাউদ আ. বলেন,

يَا إِلَهِي مَنِ الَّذِي يَقْدِرُ أَنْ يَمْلَأَ كِفَّتَهُ حَسَنَاتٍ؟
فَقَالَ: يَا دَاوُدُ إِنِّي إِذَا رَضِيتُ عَلَى عَبْدِي مَلَأْتُهَا بِتَمْرَةٍ
রুহুল মাআনী খ: ১৭ পৃ: ৫৪

নেকি কত দেয়া হয়?

২. আমল সমপরিমান নেকী অর্জন।

جَزَاء مِّن رَّبِّكَ عَطَاء حِسَابًا
সুরাঃ নাবা আয়াত: ৩৬

গুনাহ একটাই

وَمَن جَاۤءَ بِٱلسَّیِّئَةِ فَلَا یُجۡزَىٰۤ إِلَّا مِثۡلَهَا وَهُمۡ لَا یُظۡلَمُونَ আনআম: ১৬০

৩. একটি আমলে ১০ টি নেকি অর্জন।

مَن جَاۤءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ عَشۡرُ أَمۡثَالِهَاۖ
আনআম: ১৬০

৪. একটি আমলে ৭০০ নেকি অর্জন।

فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৭৫০১

৫. একটা নেকির বিনিময় ১ হাজার নেকি অর্জন।

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ بَلَغَنِي أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُعْطِي عَبْدَهُ بِالْحَسَنَةِ الْوَاحِدَةِ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ
সূত্র: মাজমাউয যাওয়ায়েদ হাদিস: ১৭১৮৮

৬. একটা নেকির বিনিময় ২ হাজার নেকি অর্জন।

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُول
إِنَّ اللَّهَ يُضَاعِفُ الْحَسَنَةَ أَلْفَيْ أَلْفِ حَسَنَةٍ
সূত্র: আহমাদ: ১০৭৬০

وَمَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
সুরাঃ গাফের আয়াত: ৪০

وَيَزيدُهُم مِّن فَضْلِهِ

যুবক, সেই আল্লাহকে ভুলে কারে ভালোবাসো?

…ফ্লাক্সি আর বিকাশ করবা যতদিন
…বিকাশ বন্ধ করলে হারিকেন দিয়েও
… তুমি বলবা লাভ,
যুবক তুমি বুঝলা না,
এ দুনিয়ার মেয়েরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না।

…তুমি যদি বাদাম বিক্রেতা হকার হও
…প্রেমের সময় খোজে

.স্বার্থবাদের এ দুনিয়ায় না থাকিলে টাকা,
জরিনা আর রবে না, তোর প্রেমে পড়বে ঠাডা।
প্রেমের সময় মেয়ে তোমায় ডাকতো বলে জান,
বিয়ের সময় খোঁজে এখন ধনির কালাচান।
হায়রে কত ভালো টাকা,
টাকাই প্রেমিক, টাকাই স্বামী, এখন টাকাই ভালোবাসা।

…প্রেমিকা ডাকলে রমনার বটমূলে
…একদিন অবহেলা করলে ব্রেকাপ
…পাঁচ ওয়াক্ত নামাজে ডাকি

রিপ্লে দিতে দেরি।

حمدني عبدي
মুসলিম: ৩৯৫

পর্দার আড়ালে বান্দা

إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ، وَيَسْتُرُهُ
فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا
فَيَقُولُ نَعَمْ أَىْ رَبِّ‏.‏ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ
قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ‏.‏ 
সূত্র: সহিহ বুখারী হাদিসঃ২৪৪১

দুই জাহান্নামীকে জান্নাত

আবু হুরায়রা রা.

إِنَّ رَجُلَيْنِ مِمَّنْ دَخَلَ النَّارَ اشْتَدَّ صِيَاحُهُمَا
فَقَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ أَخْرِجُوهُمَا
‏.‏ فَلَمَّا أُخْرِجَا قَالَ لَهُمَا لأَىِّ شَيْءٍ اشْتَدَّ صِيَاحُكُمَا
قَالاَ فَعَلْنَا ذَلِكَ لِتَرْحَمَنَا ‏.‏
قَالَ إِنَّ رَحْمَتِي لَكُمَا أَنْ تَنْطَلِقَا فَتُلْقِيَا أَنْفُسَكُمَا حَيْثُ كُنْتُمَا مِنَ النَّارِ ‏.‏
فَيَنْطَلِقَانِ فَيُلْقِي أَحَدُهُمَا نَفْسَهُ فَيَجْعَلُهَا عَلَيْهِ بَرْدًا وَسَلاَمًا
وَيَقُومُ الآخَرُ فَلاَ يُلْقِي نَفْسَهُ
فَيَقُولُ لَهُ الرَّبُّ عَزَّ وَجَلَّ مَا مَنَعَكَ أَنْ تُلْقِيَ نَفْسَكَ كَمَا أَلْقَى صَاحِبُكَ
فَيَقُولُ يَا رَبِّ إِنِّي لأَرْجُو أَنْ لاَ تُعِيدَنِي فِيهَا بَعْدَ مَا أَخْرَجْتَنِي ‏.‏
فَيَقُولُ لَهُ الرَّبُّ لَكَ رَجَاؤُكَ ‏.‏
فَيَدْخُلاَنِ جَمِيعًا الْجَنَّةَ بِرَحْمَةِ اللَّهِ ‏”‏ ‏
সূত্র: জামে তিরমিযি হাদিস: ২৫৯৯

 

…সারা রাত অপেক্ষা করো, রব ২৪ ঘন্টা
…৭০ বছর অপেক্ষায় আছেন তোমার রব।

মা যেমন ঘুমায় না।

عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا
সূত্র: সহিহ মুসলিম হাদিস: ২৭৫৯

নিশ্বাসে নিশ্বাসে

আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি
তোমার করুণা রহমতের দ্বারে
আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান
আমি অসহায় ধরোনা পরপারে
আমার জীবনে দিওনা কোন বিপদ
কিংবা অপমান দুঃখ গ্লানি ।

میں ڈہوند

تو خدا مالك فردوس خدا خالق تو نار
تو نافرمان

কতদিন তওবা চলবে

لا تَنقطِعُ التَّوبةُ حتّى تطلُعَ الشَّمسُ مِن مغرِبِها
সুনানে আবু দাউদ হাদিস: ২৪৭৯

Check Also

…৫১ নাম্বারে আমার নাম। …করোনাকালীন সময়ে কোথায় ছিলে ما يلفظ من قول الا الخ তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.