যিনার শাস্তি জুলুম:
جہاں معیار اخلاق بھی اتنا پست ہو کہ ناجائز تعلقات کو کچھ معیوب نہ سمجھا جاتا ہو ایسی جگہ زنا اور قذف کی شرعی حد جاری کرنا بلا شبہ ظلم ہوگا اس لئے کہ وہاں ایک معمولی قسم (Normal type) کے معتدل مزاج اور سلیم الفطرت کے آدمی کا بھی زنا سے بچنا مشکل ہے
অর্থাৎ যেখানে চারিত্রক নৈতিকতার মান এতই কম যে, অবৈধ সম্পর্ককেও কোনো অন্যায় কিছু বলে গণ্য করা হয় না, এমন জায়গায় ব্যভিচার ও অপবাদের শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি জারি করা নিঃসন্দেহে জুলুম হবে। কারণ সেখানে স্বাভাবিক ধরনের মধ্যপন্থী ও উত্তম চরিত্রের পুরুষের জন্যও ব্যভিচার থেকে বেঁচে থাকাটা কঠিন।
সূত্র: তাফহীমাত খ. ২ পৃ. ৩২১