অমুসলিমদের থেকে পশু ক্রয় করে কুরবানী দিলে কুরবানী আদায় হয়ে যাবে। কিন্তু প্রাণীটি হতে হবে ইসলামে কুরবানীর জন্য নির্ধারিত পশু। যেমন, গরু,ছাগল, উট,দুম্বা ইত্যাদী। কারণ আল্লাহ যেসব প্রাণী হালাল করেছেন, সেসব প্রাণী অমুসলিমরা পালন করলে তো আর হারাম হয়ে যায় না। মহান আল্লাহ তা’য়ালা বলেন,
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ
অর্থ: আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানী নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুস্পদ জন্তু যবেহ কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে।
সুরাঃ হজ্ব আয়াত: ৩৪