Home > কুরবানীর মাসআলা > √অন্ধ পশুর কুরবানী

√অন্ধ পশুর কুরবানী

যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখের তিনভাগের এক ভাগ নষ্ট সে পশু কুরবানী করা জায়েয নয়। হানাফী মাযহাবের বিখ্যাতগ্রন্থ আল মাবসুতে এসেছে,
ولا يجزئ في الهدايا العوراء
অন্ধ পশু কুরবানীর জন্য বৈধ নয়। -আল মাবসুত, খ. পৃ. ১৫৭

اذا كان ذهب الثلث او اقل جاز وان كان اكثر لا يجوز
যদি চোখ এক-তৃতীয়াংশ বা তার কম অন্ধ হয়, তাহলে তা কুরবানী করা জায়েজ হবে, কিন্তু যদি এর বেশি হয়, তাহলে তা জায়েজ নয়। -ফাতাওয়া হিন্দিয়া, খ. ৫ পৃ. ৩৬৮

অর্থাৎ যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখের তিনভাগের এক ভাগ নষ্ট সে পশু কুরবানী করা জায়েয নয়। কারণ হযরত বারা’আ ইবনে আযিব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لاَ يُضَحَّى بِالْعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا
অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত, তা দ্বারা কুরবানী করা যাবে না। -জামে তিরমিযি হাদিস: ১৪৯৭

Check Also

সামর্থ্যবান ব্যক্তি কুরবানী করতে না পারলে ক্বাযা করবে কিভাবে?

  যে ব্যক্তি কুরবানী করতে পারেনি। কিন্তু তার উপর কুরবানী করা আবশ্যক ছিল। তাহলে পরবর্তিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.