Home > রোযা > অক্সিজেন মাস্ক ব্যবহারে রোযা নষ্ট হবে?

অক্সিজেন মাস্ক ব্যবহারে রোযা নষ্ট হবে?

অক্সিজেন মাস্কে যদি কোন ঔষধ বা অন্য কিছু ব্যবহ্নত না করা হয় এবং শুধু বাতাস ভিতরে প্রবেশ করে, তাহলে এর দ্বারা রোযা ভঙ্গ হবে না। কারণ হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত,

وإنما الفطر مما دخل وليس مما خرج

অর্থ: (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।
সূত্র: মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদীস নং-৬৫৮

أن ما دخل فى الجوف إن غاب فيه فسد
সূত্র: রদ্দুল মুহতার খ. ৩ পৃ. ৩৬৯

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী  

Check Also

ইমাম সাহেবের হুজরায় যেতে পারবে কি না?

إن خرج من غير عذر ساعة فسد اعتكافه অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া যদি ইতিকাফকারী ব্যক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.