Home > নামায

নামায

জোহরের পূর্বের চার রাকাত সুন্নাত না পড়তে পারলে কখন পড়বে?

IMG 20210525 170344

যোহরের ফরজ চার রাকাত নামাজের আগে চার রাকাত সুন্নাত নামাজ রয়েছে। যার নিয়ম হহলো, ফরজের আগেই পড়ে নেয়া। হাদিসে এসেছে, عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ অর্থ: …

Read More »

ইশার ওয়াক্ত কত সময় থাকে?

IMG 20210526 100357

  ইশার বৈধ ওয়াক্ত: ইশার ওয়াক্ত ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সাহরীর ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত থাকে। কারণ হাদিসে এসেছে, عن أبي قتادة رضي الله عنه قَالَ قَالَ النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ليس في النَّومِ تفريطٌ إنَّما التَّفريطُ على مَن لم يُصَلِّ الصَّلاةَ حتّى يجيءَ وقتُ صلاةٍ أخرى অর্থ: হযরত আবূ কাতাদা রা: থেকে বর্ণিত রাসূলুল্লাহ্ …

Read More »

ঈদের নামাজে দ্বিতীয় বার ইমামতি করা যাবে কি?

IMG 20200526 085951

  একই ঈদের নামাজে দুই বার ইমামতি করা যাবে না। যদি কেউ দুইবার ইমামতি করে, তাহলে দ্বিতীয় নামাজের মুক্তাদিদের কারো নামাজ সহিহ হবে না। কারণ একই নামাজ দিনে দুবার পড়া হাদিসে নিষেধ আসছে। عن سليمان بن يسار أتيت ابن عمر على البلاط وهم يصلون فقلت ألا تصلي معهم قال قد صليت إني سمعت رسول اللهِ ﷺ يقول لا تصلوا صلاة …

Read More »

ইমাম সাহেব নামাজের পর সুন্নাত কোথায় পড়বেন?

ইমাম সাহেবের জন্য জামাতের নামাজ শেষ করে, নিজের জায়গা থেকে সরে বাকি সুন্নাত বা নফল পড়া উত্তম। কারণ হাদিসে এসেছে, عن ابن عمر انّهُ كَرِهَ إِذَا صَلّى الإِمَامُ أَنْ يَتَطَوّعَ فِي مَكَانِهِ وَلَمْ يَرَ بِهِ لِغَيْرِ الإِمَامِ بَأْسًا. অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি ইমামের জন্য নিজের জায়গায় সুন্নত পড়াকে অপছন্দ করতেন। তবে সাধারণ মুসল্লীদের জন্য কোন …

Read More »

সাতাতুত তাসবিহের নিয়ম

সালাতুত তাসবিহ পড়ার নিয়ম: عن عبدالله بن عباس قال أنَّ رسولَ اللهِ ﷺ قال للعباسِ بنِ عبدِ المطلبِ يا عباسُ يا عمّاهُ ألا أُعطيَك ألا أمنَحُك ألا أحبُوَك ألا أفعلُ بك عشرَ خصالٍ إذا أنت فعلتَ ذلك غفر اللهُ لك ذنبَك أولَه وآخرَه قديمَه وحديثَه خطأَه وعمدَه صغيرَه وكبيرَه سِرَّهُ وعلانيتَه عشرُ خصالٍ أن تُصلِّيَ أربعَ ركعاتٍ تقرأُ في كلِّ …

Read More »